ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল যোগ্য নাগরিক। পদের তালিকা, পদসংখ্যা, যোগ্যতা এবং বেতন স্কেল নিম্নরূপ:
ক্রম | পদের নাম | পদ সংখ্যা | গ্রেড ও বেতন স্কেল | যোগ্যতা |
---|---|---|---|---|
১ | অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর | ০৩ জন | ১৩তম গ্রেড (১২,৫০০-৩০,২৩০ টাকা) | ১) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। ২) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ও টাইপিং দক্ষতা। |
২ | কম্পিউটার অপারেটর | ০১ জন | ১৩তম গ্রেড (১২,৫০০-৩০,২৩০ টাকা) | ১) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। ২) ওয়ার্ড প্রসেসিং, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট পরিচালনার দক্ষতা। |
৩ | ক্যাশিয়ার | ০১ জন | ১৪তম গ্রেড (১১,৩০০-২৭,৩০০ টাকা) | ১) বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। ২) স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ। |
৪ | ডাটা এন্ট্রি অপারেটর | ০২ জন | ১৬তম গ্রেড (৯,৩০০-২২,৪৯০ টাকা) | ১) এইচএসসি বা সমমানের ডিগ্রি। ২) টাইপিংয়ে গতি ও ডাটা এন্ট্রিতে পারদর্শিতা। |
৫ | অফিস সহায়ক | ০৪ জন | ২০তম গ্রেড (৮,২৫০-২০,০১০ টাকা) | ১) এসএসসি বা সমমানের ডিগ্রি। |
১. আবেদনপত্র শুধুমাত্র http://mora.teletalk.com.bd এর মাধ্যমে জমা দিতে হবে।
২. অনলাইনে আবেদন করার শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৪ রাত ১১:৫৯ মিনিট।
৩. আবেদন ফি পরিশোধের শেষ সময়: ১ জানুয়ারি ২০২৫ রাত ১১:৫৯ মিনিট।
সরকারি চাকরির এই বিজ্ঞপ্তি আপনার ক্যারিয়ার গড়ার একটি বড় সুযোগ। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন:
http://mora.teletalk.com.bd
নিয়োগ বিজ্ঞপ্তির এই সুযোগ মিস করবেন না!